menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মাটির পিঞ্জিয়ায়

Rashid Khanhuatong
navyboy832003huatong
Paroles
Enregistrements
আমার সংবুকে আপনাকে স্বাগতম

গান:আমার মাটির পিঞ্জিয়ায়

আরো গান পেতে সঙ্গে থাকুন

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তোমারে পুষিলাম কত আদরে ,

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কতো আদরে‌।

আমার সংবুকে আপনাকে স্বাগতম

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি

কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি

কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,

আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,

আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

আমার সংবুকে আপনাকে স্বাগতম

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

আরো গান পেতে আমাকে ফলো করুন

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,

দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,

দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,

পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে

পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,

তোমারে পুষিলাম কত আদরে

আমার সংবুকে আপনাকে স্বাগতম

আসুন সবাই মিলেমিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,

তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,

তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,

কে শোনাবে মধুর বুলি বল আমারে ,

কে শোনাবে মধুর বুলি বল আমারে ,

তোমারে পুষিলাম কত আদরে ,

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,

তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তোমারে পুষিলাম কত আদরে ,

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

ধন্যবাদ

Davantage de Rashid Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer

আমার মাটির পিঞ্জিয়ায় par Rashid Khan - Paroles et Couvertures