menu-iconlogo
huatong
huatong
avatar

™ বধু বেশে কন্যা যখন এলো রে

Rathindranath Roy/Momtazhuatong
officermahaneyhuatong
Paroles
Enregistrements
প্রথম অংশ ছেলে

দ্বিতীয় অংশ মেয়ে

খোদার আরোস..হতে

এলো..পয়গাম

দিতে হবে,জোড়া..বেধে

আজ দুটি নাম..

আ.. আ.. আ.. আ..

আ.. আ.. আ.. আ..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

সম্পর্ক বদলে গেলো একটি পলকে..

কে আপন কে যে পর হলো রে..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

ও..বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

লাইক ও ফলো করে সাথেই থাকুন।

বন্ধু স্বজন সাক্ষী রয়

একটি কবুল বলতে হয়

হায় আল্লা মিলায় যেনো দুটি মন..

হায় আল্লা মিলায় যেনো দুটি মন..

স্বপ্ন দেখে কনে বর

একটি সংসার একটি ঘর

হয়ে যায়রে দুটি হৃদয়ের বন্ধন..

হয়ে যায়রে দুটি হৃদয়ের বন্ধন..

হৃদয়ের বন্ধন..হৃদয়ের বন্ধন..

হৃদয়ের বন্ধন..হৃদয়ের বন্ধন..

সম্পর্ক বদলে গেলো একটি পলকে..

কে আপন কে যে পর হলো রে..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

Like Follow Me

For More Music

ছোট্ট তোমার মামনী

বধূ সেজে এখনী

আজ দেখো পরের ঘরে চলে যায়..

আজ দেখো পরের ঘরে চলে যায়..

ভুলবে তাকে কি করে

অশ্রুতে চোখ যায় ভরে

নিয়তির খেলা বোঝা বড় দায়..

নিয়তির খেলা বোঝা বড় দায়..

হৃদয়ের বন্ধন..হৃদয়ের বন্ধন..

হৃদয়ের বন্ধন..হৃদয়ের বন্ধন..

সম্পর্ক বদলে গেলো একটি পলকে..

কে আপন কে যে পর হলো রে..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেন খুশির বন্যা বয়ে গেলো রে..

বধু বেশে কন্যা যখন এলো রে..

যেনো খুশির বন্যা বয়ে গেলো রে..

হৃদয়ের বন্ধন..হৃদয়ের বন্ধন..

হৃদয়ের বন্ধন..হৃদয়ের বন্ধন..

আ.. আ.. আ.. আ..

ও.. ও.. ও.. ও..

আ.. আ.. আ.. আ..

ও.. ও.. ও.. ও..

Davantage de Rathindranath Roy/Momtaz

Voir toutlogo

Vous Pourriez Aimer