menu-iconlogo
logo

Amar Moto Eto Sukhi

logo
Paroles
আমার মতো এতো সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাধন

জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু

আসবে আমার মরন

আমার মতো এতো সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

Golden Singers Group

বুকে ধরে যতো ফুল ফোটালাম

সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরি নাম

বুকে ধরে যতো ফুল ফোটালাম

সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরি নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মতো এতো সুখী

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

Golden Singers Group

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মতো এতো সুখী

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জড়ানো মায়ার বাঁধন

ধন্যবাদ সবাইকে

Amar Moto Eto Sukhi par Razzak - Paroles et Couvertures