menu-iconlogo
huatong
huatong
avatar

Meyere tui manush bhala na by Amit

Riad Hasanhuatong
62026189687huatong
Paroles
Enregistrements
আজ নেশার ঘোরে মেতে আছি

নেশাই বাঁচার মূলতোরে ভালোবাইসা আমার

হারাইলাম দু-কূল

আজ নেশার ঘোরে মেতে আছি

নেশাই বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার

হারাইলাম দু-কূল

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

ওরে রোজ রাইতে নিকোটিনে

ভরে আমার বুক

কেনো ঘুমের ঘোরে আজও দেখি

তোরই মায়া মুখআজ হৃদপিণ্ড হইছে কালো

ভিতর পুড়ে ছাই

তোরে আজ কেনো রে

আমার প্রতি কোনই মায়া নাই

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

ও তুই আমার মাথায় হাত রাইখা

করছিলি কসমলিরিক্স Raavan

ছাইড়া যাবি না কখনও

ফুরাই গেলও দম

তবে আজ কেনো রে আমার তুই টা

অন্যের হলি

পাহাড় সমান কষ্ট বুকে

বুইনা রে গেলি

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

আজ নেশার ঘোরে মেতে আছি

নেশাই বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার

হারাইলাম দু-কূল

আজ নেশার ঘোরে মেতে আছি

নেশাই বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার

হারাইলাম দু-কূল

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনামেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

আজ নেশার ঘোরে মেতে আছি

নেশাই বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার

হারাইলাম দু-কূল

আজ নেশার ঘোরে মেতে আছি

নেশাই বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার

হারাইলাম দু-কূল

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

Davantage de Riad Hasan

Voir toutlogo

Vous Pourriez Aimer