menu-iconlogo
huatong
huatong
avatar

Kotha Koiyo Na _ Coke Studio Bangla _ Season (2)/Rifat-LRB

Rifat-LRBhuatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
Paroles
Enregistrements
শিরোনাম:- কথা কইয়ো না।

শিল্পী:- আরেফিন মৃধা শিবলু/আলেয়া বেগম/ইমন চৌধুরী।

কোক স্টুডিও বাংলা সিজন -২।

⫸=====Rifat=====⫷

F>} বারো মাসে বারো ফুল রে,

ফুইট্টা থাকে ডালে রে,

এই পন্থে আইসে নাগর,,

পড়তি সন্ধ্যাকালে রে,

দেখিতে সোনার, নাগর গো,,,

চান্দেরও সমান,

Presented By GAANBRISTY FAMILY-Room-897627

M>} ফুল ফুটেছে,

গন্ধে সারা মন,

ফুল ফুটেছে,

গন্ধে সারা মন,

তুমি আমার,

কত যে আপন,

দেখা না দিলে বন্ধু,

[কথা কইয়ো না]

দেখা না দিলে বন্ধু

[কথা কইয়ো না]

[বারো মাসে বারো ফুল রে,

ফুইট্টা থাকে ডালে রে,

এই পন্থে আইসে নাগর,

পড়তি সন্ধ্যাকালে রে,

কোন বা দেশে থাকে ভোমরা,

কোন বাগানে বসে,

কোন বা ফুলের মধু খাইতে,

উইড়া উইড়া আসে,

দেখিতে সোনার নাগর গো,,,

চান্দেরও সমান,

দেখিতে সোনার নাগর গো,,,

চান্দেরও সমান,]

Presented By GAANBRISTY FAMILY-Room-897627

F>} হাউশের পিরিতি,,,

করিলাম আমি,,

প্রেমই জীবন প্রেমই মরণ,

এই তো জানি,

পাখি উড়ে গেলে তার,

ডানাতে কি ভয়?

উড়ে উড়ে যাচ্ছে সবাই,

বেদনারই ক্ষয়,

[দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না,]

[দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না,]

ফুল ফুটেছে,

গন্ধে সারা মন,

ফুল ফুটেছে,

গন্ধে সারা মন,

তুমি আমার,

কত যে আপন,

[দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না]

[দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না]

[বারো মাসে বারো ফুল রে]

[ফুইট্টা থাকে ডালে রে (কথা কইয়ো না)]

[এই পন্থে আইসে নাগর]

[পড়তি সন্ধ্যাকালে রে (কথা কইয়ো না)]

[কোন বা দেশে থাকে ভোমরা]

[কোন বাগানে বসে (কথা কইয়ো না)]

[কোন বা ফুলের মধু খাইতে]

[উইড়া উইড়া আসে (কথা কইয়ো না)]

[দেখিতে সোনার নাগর গো (কথা কইয়ো না)]

[চান্দেরও সমান]

[দেখিতে সোনার নাগর গো (কথা কইয়ো না)]

[চান্দেরও সমান (কথা কইয়ো না)]

⫸=ধন্যবাদ=⫷

Davantage de Rifat-LRB

Voir toutlogo

Vous Pourriez Aimer