(রিপন+মনি)
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ....
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ
তোমার আমার..মাঝে রয়েছে..
চিরো জনমের অনুরাগ....
এভাবেই হয়েছি ভাগ
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ
তুমি দুরে থাকো... কাছে থাকো
সুখে রাখো আর দুখে রাখো
তুমি দুরে থাকো... কাছে থাকো
সুখে রাখো আর দুখে রাখো
এমনি করেই... জড়িয়ে রবে
প্রেমেরি মিষ্টি সোহাগ
এভাবেই হয়েছি ভাগ
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ
ওগো তোমার আমার... একটি বাধন...
মিলোনো বিরহে রবে আমরণ
ওগো তোমার আমার... একটি বাধন....
মিলোনো বিরহে রবে আমরণ
কোন কিছুতেই.. কারো সাথে...
কেউ তো... হবোনা বিরাণ
এভাবেই হয়েছি ভাগ
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ........
তোমার আমার মাঝে রয়েছে
চিরো জনমের অনুরাগ.....
এভাবেই হয়েছি ভাগ
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ
আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ