menu-iconlogo
huatong
huatong
avatar

কারবালার জারি গান/রিমা কাঙ্গালিনী/>>>রনি খান<<<

RONY KHANhuatong
ᴿˢ᭄➥𝑹𝒐𝒏𝒚ᴷᴴ✫🏵️★࿐✮huatong
Paroles
Enregistrements
*****কারবালার জারি গান****

আল্লাহ মহরমের চাঁন

আল্লাহ মহরমের চাঁন

হায়রে তোমারে দেখিলে কান্দে

আশেকের পরানো রে,,

হায়রে তোমারে দেখিলে কান্দে

আশেকের পরানো রে

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

*****<গানঃ কারবালার জারি>****

*****শিল্পীঃ রিমা কাঙ্গালিনী****

আল্লাহ কলিজা ফাটিয়া যায়রে

শুনলে তার বয়ান

আল্লাহ কলিজা ফাটিয়া যায়রে

শুনলে তার বয়ান

আল্লাহ কারবালাতে নবীর বংশের

কেন এই নিদানোরে,,

হায়রে কারবালাতে নবীর বংশের

কেন এই নিদানোরে

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

****মিউজিক আপলোড****

*******রনি খান********

আল্লাহ মহরমের দশ তারিখে

কারবালার ময়দান

আল্লাহ মহরমের দশ তারিখে

কারবালার ময়দান

হায়রে লউয়ে ডুবে লউয়ে ভাসে

নবীজীর খান্দানোরে,,

হায়রে লউয়ে ডুবে লউয়ে ভাসে

নবীজীর খান্দানোরে

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

****মিউজিক চয়েজ****

******এস এম সাগর******

আল্লাহ দুধের শিশু আলী আজগর

পূর্ণিমারই চাঁন

আল্লাহ দুধের শিশু আলী আজগর

পূর্ণিমারই চাঁন

আল্লাহ পানি চাইলে বুকের উপর

মারে তীরের বানোরে,,

আল্লাহ পানি চাইলে বুকের উপর

মারে তীরের বানোরে

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

*******মিউজিক******

আল্লাহ কারবালার দুঃখ শুইনা যার

কাঁদে না পরান

আল্লাহ কারবালার দুঃখ শুইনা যার

কাঁদে না পরান

আল্লাহ এই জগতে তারা আবার

কিসের মুসলমানোরে,,

আল্লাহ এই জগতে তারা আবার

কিসের মুসলমানোরে

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

******মিউজিক*****

আল্লাহ হোসেন জিরসির কাইটা নিলো

সীমার ও বেঈমান

আল্লাহ হোসেন জিরসির কাইটা নিলো

সীমার ও বেঈমান

আল্লাহ যেই বদনে চুমু দিতো

নবী দু জাহানোরে,,

আল্লাহ যেই বদনে চুমু দিতো

নবী দু জাহানোরে,,

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

******মিউজিক******

আল্লাহ ডাক্তার আক্কাস ভাইবা বলে

কারবালার ময়দান

আল্লাহ ডাক্তার আক্কাস ভাইবা বলে

কারবালার ময়দান

হায়রে ঈমান হারা ইয়েজিদের দল

হইয়াছে প্রমানোরে,,

আল্লাহ ঈমান হারা ইয়েজিদের দল

হইয়াছে প্রমানোরে,,

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

আল্লাহ মহরমের চাঁন

আল্লাহ মহরমের চাঁন

হায়রে তোমারে দেখিলে কান্দে

আশেকের পরানো রে,,

হায়রে তোমারে দেখিলে কান্দে

আশেকের পরানো রে,,

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

ও,,আল্লাহ মহরমের চাঁন

*****ধন্যবাদ*****

Davantage de RONY KHAN

Voir toutlogo

Vous Pourriez Aimer

কারবালার জারি গান/রিমা কাঙ্গালিনী/>>>রনি খান<<< par RONY KHAN - Paroles et Couvertures