menu-iconlogo
huatong
huatong
runaandrew-amar-moneri-angone-cover-image

আমার মনেরই অঙ্গনে Amar Moneri Angone

RUNA/Andrewhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....huatong
Paroles
Enregistrements
শিরোনামঃ আমার মনেরই অঙ্গনে

শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর

সিনেমাঃ বস্তির মেয়ে

===============

মেয়েঃ‌ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি..

আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

এই হঠাৎ পাওয়া সুখটাকে

সারাটা দিন খুঁজি

সুখের ফাগুন এল বুঝি

ছেলেঃ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি..

আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

এই হঠাৎ পাওয়া সুখটাকে

সারাটা দিন খুঁজি

সুখের ফাগুন এলো বুঝি

<><><><><><><><>

ZML Interactive

===============

মেয়েঃ ও ও ও ও ও ও

তুমি আছো আর আমি আছি

আর আছে লাজ..

তুমি আছো আর আমি আছি

আর আছে লাজ

সেই স্ব-লাজে রক্ত গোলাপ

খোঁপায় দিলাম আজ

বলবো না তো মনের কথা

প্রশ্ন করো যদি

সুখের ফাগুন এলো বুঝি..

ছেলেঃ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

এই হঠাৎ পাওয়া সুখটাকে

সারাটা দিন খুঁজি

সুখের ফাগুন এলো বুঝি

<><><><><><><><>

ZML Interactive

===============

ছেলেঃ ও ও ও ও ও ও

তুমি আছো আর আমি আছি

আর আছে স্বাধ..

তুমি আছো আর আমি আছি

আর আছে স্বাধ

সে স্বাধ আমার পূর্নিমারই

দিনে দেখা চাঁদ

আমায় পাগল তুমি বলো যদি

মানতে আমি রাজি

সুখের ফাগুন এলো বুঝি..

মেয়েঃ‌ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি..

আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

এই হঠাৎ পাওয়া সুখটাকে

সারাটা দিন খুঁজি

সুখের ফাগুন এল বুঝি

ছেলেঃ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি..

আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

এই হঠাৎ পাওয়া সুখটাকে

সারাটা দিন খুঁজি

সুখের ফাগুন এলো বুঝি

মেয়েঃ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

ছেলেঃ আমার মনেরই অঙ্গনে

সুখের ফাগুন এলো বুঝি

====ধন্যবাদ====

Davantage de RUNA/Andrew

Voir toutlogo

Vous Pourriez Aimer