menu-iconlogo
logo

O Amar Bondhu go ও আমার বন্ধু গো

logo
Paroles
ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার

Iinterlude......

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

Interlude.......

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

তুমি আমারই..বলবো শতবার

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার

Interlude................

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাঁধা আজ

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আজ

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ।

তুমি আমারই হায় বলবো শতবার.

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার।

O Amar Bondhu go ও আমার বন্ধু গো par Runa Laila - Paroles et Couvertures