menu-iconlogo
huatong
huatong
avatar

Nai Telephone Naire Piyon

RunaLailahuatong
⭐️Rashed990⭐️BDSS⭐️huatong
Paroles
Enregistrements
নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম

বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম

বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম

বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

শিমূল যদি আমি হইতাম শিমূলেরও ডালে

শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে..

B D S S

শিমূল যদি আমি হইতাম শিমূলেরও ডালে

শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে

বিধিরে কেন যে নারী হইতে গেলাম

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম

বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা

তার দেওয়া কথা হইল আমারও জ্বালা..

গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা

তার দেওয়া কথা হইল আমারও জ্বালা

বিধিরে কেন যে ভালোবেসেছিলাম

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম

বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম

বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম

লা...লা...লা...লা...লা

লালা..লালা..লা..লা

ধন্যবাদ সবাই কে

Davantage de RunaLaila

Voir toutlogo

Vous Pourriez Aimer