তোকে এত করে ছুঁতে চাই
কোনো সীমানায়
কিছু মুঠো ভরা মুহুর্তে
আজও বাঁচি
কবে ছুটি হবে গোধূলির
কোনো কার্নিশে
দেখ সেখানেই এখনও
দাঁড়িয়ে আছি
বোবা সময়ের ঘূর্ণিপাকে
অযথাই টেনে নেয় আমাকে
ফিরে যেতে চাই আবার
তোর কাছে
বোবা সময়ের ঘূর্ণিপাকে
অযথাই টেনে নেয় আমাকে
ফিরে যেতে চাই আবার
তোর কাছে
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝে না
তোর মতন কেউ
আমায় খোঁজে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝে না
বল কবে ফের
তোর ঘোর লাগা চোখে
ফেলে পিছুটান
দেবো স্বপ্ন এঁকে
জানি পথ ভুলে
আমাদের দেখা হবে
এই নির্বাসন
জানি না শেষ কবে
বোবা সময়ের ঘূর্ণিপাকে
অযথাই টেনে নেয় আমাকে
ফিরে যেতে চাই আবার
তোর কাছে
ও, বোবা সময়ের ঘূর্ণিপাকে
অযথাই টেনে নেয় আমাকে
ফিরে যেতে চাই আবার
তোর কাছে
তোর মতন কেউ
আমায় খোঁজে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝে না
(বোঝে না, বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না, বোঝে না)