তোমার একটা বিকেল দিও
আমার নাহয় একটা রাত নিও
তোমার একটা বিকেল দিও
আমার নাহয় একটা রাত নিও
মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও
মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও
আঁধারে তোমার নামের জোছনা মেখে
জীবনে মরণে তোমার স্মৃতিগুলো আগলে রেখেছি বুকে
তোমার স্মৃতিগুলো আগলে রেখেছি বুকে
তোমার একটা বিকেল দিও
আবেগে অনুরাগে কাছেতে নিও
মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও
স্মৃতি খুঁড়ে খুঁড়ে কাদামাটি
ছাই মাখা পথে দুপায়ে হাঁটি
অন্ধ প্রেমিক তাই কপালে জোট
মিশে গেছে ধুলো-সুখে প্রেম রোদ
তোমার একটা বিকেল দিও
বাঁধন বিরহে কাছে রেখে দিও
মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও
আঘাতে বা আদরে
তুমি আমার প্রতিটি ভোর
দহনে বা শ্রাবণে তোমায় নিয়ে বাঁধি খেলাঘর
অন্ধ প্রেমিক তাই কপালে জোট
মিশে গেছে ধুলো-সুখে প্রেম রোদ
তোমার একটা বিকেল দিও
প্রেমের আগুনে পুড়ে যেতে দিও
তোমার একটা বিকেল দিও
প্রেমের আগুনে পুড়ে যেতে দিও
মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও
মিলনে সৃজনে তোমাকে আজ খুঁজে নিও