menu-iconlogo
huatong
huatong
s-i-tutulshaon-cholona-jai-boshi-niribili-cover-image

cholona jai boshi niribili

S I Tutul/Shaonhuatong
ryan09_starhuatong
Paroles
Enregistrements
চলো না যাই

চলো না যাই

বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

চলো না যাই

বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

আজ তোমাকে ভোলাবোই আমি

আমার মিষ্টি কথা মালায়

চলো না যাই

বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

তোমাকে বলব, হ্যালো মিস্টার

খবর শুনেছ নাকি?

তোমার আমার প্রণয় নিয়ে

দেশজুড়ে মাতামাতি

তোমাকে বলব, হ্যালো মিস্টার

খবর শুনেছ নাকি?

তোমার আমার প্রণয় নিয়ে

দেশজুড়ে মাতামাতি

ঢাকা শহরের অলিতে গলিতে

তোমার আমার পোস্টার

সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি

তোমার এবং আমার

আমাদের কথা, সংসদে গেছে

দুই নেত্রীই রাজি!

তারা বলেছেন, আর দেরি কেন?

এখনই ডাকুন কাজি

আমাদের কথা, সংসদে গেছে

দুই নেত্রীই রাজি!

তারা বলেছেন, আর দেরি কেন?

এখনই ডাকুন কাজি

তারপরও তুমি চুপ করে কেন?

তাকাবে না মমতায়?

আজ তোমাকে ভোলাবোই

আমার মিষ্টি কথামালায় ।

চলো না যাই

বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

আজ তোমাকে ভোলাবোই আমি

আমার মিষ্টি কথা মালায়

চলো না যাই

বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

Davantage de S I Tutul/Shaon

Voir toutlogo

Vous Pourriez Aimer