menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের ধোলা

Sabina Yasmin/Andrew Kishorehuatong
pretyboy-895huatong
Paroles
Enregistrements
তুমি মোর জীবনের ভাবনা

ছায়াছবি আনন্দ অস্রু

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা।

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবেনা ভূলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা।

দুঃখ সুখের পাখি তুমি

তোমার খাচায় এই বুক

সারা জীবন নয়ন যেন

দেখে তোমার ঐ মুখ

কন্ঠে আমার দাও পড়িয়ে

সোহাগের মিলন মালা...

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

ভালোবাসার নদী তুমি

আমি তোমার দুই কূল

ফাগুন তুমি ফোটাও যে ফুল

আমি তোমার সেই ফুল।

প্রেমের তরে সইবো বুকে

লক্ষ কাটারো জ্বালা।

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা।

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা।

নিজেকে আমি ভূলতে পারি

তোমাকে যাবেনা ভূলা..

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের দোলা

আ হা আ ,আ হা হা হা

Davantage de Sabina Yasmin/Andrew Kishore

Voir toutlogo

Vous Pourriez Aimer