menu-iconlogo
logo

*একটু একটু করে

logo
avatar
Sabina Yasmin/Asif Akbarlogo
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️logo
Chanter dans l’Appli
Paroles
লিরিক্সঃ একটু একটু করে..

শিল্পীঃ আসিফ আকবর ও সাবিনা ইয়াসমিন

সিনেমাঃ মন ছুঁয়েছে মন

Song Selection: Ronisha Islam

Owner: Bangla Sangeet Academy

================

প্রথম পার্টঃ মেয়ে🙎

দ্বিতীয় পার্টঃ ছেলে🤵

=================

Wait.............

🙎মেয়েঃ একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে,এই মনটা রাঙ্গালে

একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে, এই মনটা রাঙ্গালে

🤵ছেলেঃ এই জীবন, এই মনও প্রাণ, শুধু তোমাকে দিলাম

🙎মেয়েঃ এত ভালোবেসে বন্ধু, কখনো যেওনা চলে

একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে, এই মনটা রাঙ্গালে

🦃 Upload By Mozibur🦃

🌹বাংলা সঙ্গীত একাডেমি🌹

@@@@@@@@@@@

Wait.............

🤵ছেলেঃ নীরব এই রাতে, নীরব চারিদিকে

🙎মেয়েঃ এসো না গো হারাই, দুজনে দুজনাতে

হো দখিনা এই হাওয়া, কি বলে কানে কানে

🤵ছেলেঃ তোমায় নিয়ে যাবো, রাঙানো প্রভাতে

এ রাত, এ চাঁদ, এ নীল জোছনা রাঙ্গানো প্রভাত

জানি রবেনা, রবে, রয়ে যাবে, ভালোবাসা, যা কখনো যাবে না

একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে, এই মনটা রাঙ্গালে

🙎মেয়েঃ আ...আ...আ....

নি সা রে মা মা গা, নি সা রে গা রে নি সা

নি সা রে মা মা পা মা গা রে সা রে সা নি ধা সা

🦃 Upload By Mozibur🦃

🌹বাংলা সঙ্গীত একাডেমি🌹

@@@@@@@@@@@

Wait.............

🤵ছেলেঃ রিমঝিম বর্ষা এলে, আকাশের ওই চোখে

🙎মেয়েঃ চলো হারিয়ে যাই, আধারেরি বুকে

হো ভেজা ভেজা এইমন, ভিজায়ে দুটি নয়ন

🤵ছেলেঃ তোমাকে পেতে চাই, আরো কাছে সারাক্ষণ

🙎মেয়েঃ এ রাত, এ চাঁদ, এ নীল জোছনা রাঙ্গানো, প্রভাত

জানি রবেনা, রবে, রয়ে যাবে, ভালোবাসা যা কখনো যাবে না

একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে, এই মনটা রাঙ্গালে

একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে, এই মনটা রাঙ্গালে

🤵ছেলেঃ এই জীবন, এই মনও প্রাণ, শুধু তোমাকে দিলাম

🙎মেয়েঃ এত ভালোবেসে বন্ধু, কখনো যেওনা চলে

একটু একটু করে, যে বাঁধনে বন্ধু জড়ালে

এত কাছে এসে, ভালোবেসে, এই মনটা রাঙ্গালে

🦃 Upload By Mozibur🦃

=====ধন্যবাদ=====

*একটু একটু করে par Sabina Yasmin/Asif Akbar - Paroles et Couvertures