menu-iconlogo
huatong
huatong
sabina-yeasmin-nishidin-protidin-cover-image

নিশীদিন প্রতিদিন সপ্ন Nishidin protidin

Sabina Yeasminhuatong
selesitila1huatong
Paroles
Enregistrements
সিনেমা:সপ্নের নায়ক

কষ্টের টাকায় গানের মিউজিক

কিনে আপলোড দেই আপনাদের

বিনোদন দেওয়া এবং পাওয়ার জন্য

তাই দয়া করে বলছি প্লিজ কেউ

রি আপলোড বা কপি করবেন না।

১ম অংশ:মেয়ে

২য় অংশ: ছেলে

নিশী দিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি

নিশী দিন প্রতিদিন স্বপ্নে দেখি

চোখ মেলে যারে পেয়েছি

তারে ভালো বেসেছি

স্বপ্নের নায়ক সেই তুমি

আমি জানি শুধু জানি আমি

স্বপ্নের নায়ক সেই তুমি

স্বপ্নের নায়ক সেই তুমি

এক ফাগুনে আসলে তুমি

হাজার ফাগুন নিয়ে

বাসবো ভালো পাশে থেকে

প্রানের ছোয়া দিয়ে

এক ফাগুনে আসলে তুমি

হাজার ফাগুন নিয়ে

বাসবো ভালো পাশে থেকে

প্রানের ছোয়া দিয়ে

আমি সেই আশাতে মনের দোয়ার খোলে রেখেছি

চোখ মেলে যারে পেয়েছি

তারে ভালোবেসেছি

স্বপ্নের নায়িকা সেই তুমি

নিশী দিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি

নিশী দিন প্রতিদিন স্বপ্নে দেখি

চোখ মেলে যারে পেয়েছি

তারে ভালোবেসেছি

স্বপ্নের নায়িকা সেই তুমি

দয়া করে গানটি কেউ

রিআপলোয়েড দিবেন না

মিউজিক সংগ্রহ :

এই হৃদয়ে তোমায় নিয়ে

কত আশা জাগে

যতই দেখি ততই যেন

আরো ভালো লাগে

এই হৃদয়ে তোমায় নিয়ে

কত আশা জাগে

যতই দেখি ততই যেন

আরো ভালো লাগে

আমি জনম জনম চোখের পাতায় ছবি একেছি

চোখ মেলে যারে পেয়েছি

তারে ভালোবেসেছি

স্বপ্নের নায়ক সেই তুমি

নিশী দিন প্রতিদিন সপ্নে দেখি আমি

নিশী দিন প্রতিদিন স্বপ্নে দেখি

চোখ মেলে যারে দেখেছি

তারে ভালোবেসেছি

স্বপ্নের নায়ক সেই তুমি

স্বপ্নের নায়ক সেই তুমি

স্বপ্নের নায়ক সেই তুমি

স্বপ্নের নায়ক সে তুমি

গানে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন

ধন্যবাদ সবাই কে

Davantage de Sabina Yeasmin

Voir toutlogo

Vous Pourriez Aimer