menu-iconlogo
huatong
huatong
sabina-yeasmin-suprovat-bisinnota-cover-image

Suprovat Bisinnota

Sabina Yeasminhuatong
rickmyhero96huatong
Paroles
Enregistrements
সুপ্রভাত, বিষণ্নতা, তোমার, আমি তোমার

হঠাৎ স্রোতের বিপন্নতা, তোমার আমি তোমার

সুপ্রভাত, বিষণ্নতা, তোমার, আমি তোমার

হঠাৎ স্রোতের বিপন্নতা, তোমার আমি তোমার

বয়েস হলো, বেলা গড়ায়, তোমার, আমি তোমার

অকারণে মনে পড়ায় তোমার, আমি তোমার

দুপুর হলে মেঘের উঁকি, তোমার, আমি তোমার

বিকেল মনে আঁকিবুকি, তোমার, আমি তোমার

বেলা শেষের পুকুর পাড়ে তোমার, আমি তোমার

সন্ধ্যে আসছে চুপিসারে, তোমার, আমি তোমার

আরেকটা দিন হারিয়ে যাওয়ায় তোমার, আমি তোমার

একলা গানের পানসি বাওয়ায় তোমার, আমি তোমার

এই মুহূর্তে একলা থাকায় তোমার, আমি তোমার

গানের দিব্যি, তোমার ডাকায় তোমার, আমি তোমার

রাত হয়েছে, তুমি কোথায়? তোমার, আমি তোমার

কাল সকালের বিষণ্নতায় তোমার, আমি তোমার

Davantage de Sabina Yeasmin

Voir toutlogo

Vous Pourriez Aimer