menu-iconlogo
huatong
huatong
avatar

তোমাকে আমি রাখবো ধরে

Samina Chowdhuryhuatong
⚜️⃟🦃𝙈𝙊𝙕𝙄𝘽.⚜️⃟🦃🆉🅼🅻huatong
Paroles
Enregistrements
ছেলেঃ‌ তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁঁচবোনা..

তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁঁচবোনা

জীবন মরনে রাখবো বুকে

জীবন মরনে রাখবো বুকে

ভুলে যেতে পারবোনা

মেয়েঃ তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা..

তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা

জীবন মরনে রাখবো বুকে

জীবন মরনে রাখবো বুকে

ভুলে যেতে পারবোনা

ছেলেঃ তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা..

মেয়েঃ ও ও ও--

ও ও ও ও ও ও ও

যে ভালবাসা তুমি দিয়েছো আমায়

এর চেয়ে বেশি কিছু পৃথিবীতে নাই--

যে ভালবাসা তুমি দিয়েছো আমায়..

ছেলেঃ যে ভালবাসা তুমি দিয়েছো আমায়

এর চেয়ে বেশি কিছু পৃথিবীতে নাই

মেয়েঃ এইখানে এইমনে রেখেছি তোমায়

তুমিযে আমার শুধু হৃদয়ের হৃদয়

ছেলেঃ এসোনা কাছে আরও দূরে যেওনা..

মেয়েঃ তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা..

ছেলেঃ যে দুটি চোখে আমি স্বপ্ন সাজাই

সেই চোখে তোমায় যেন চিরদিন পাই

যে দুটি চোখে আমি স্বপ্ন সাজাই..

মেয়েঃ‌ যে দুটি চোখে আমি স্বপ্ন সাজাই

সেই চোখে তোমায় যেন চিরদিন পাই

ছেলেঃ এইখানে এই প্রাণে রেখেছি তোমায়

তুমি যে আমার শুধু হৃদয়ের হৃদয়

মেয়েঃ এসোনা অথই প্রেমে বেঁধে রাখোনা..

ছেলেঃ তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা..

মেয়েঃ তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা

ছেলেঃ জীবন মরনে রাখবো বুকে

ছেলে/মেয়েঃ‌ জীবন মরনে রাখবো বুকে

ভুলে যেতে পারবোনা

তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা

তোমাকে আমি রাখবো ধরে

কখনো তোমায় ছাড়া বাঁচবোনা

Davantage de Samina Chowdhury

Voir toutlogo

Vous Pourriez Aimer