menu-iconlogo
huatong
huatong
avatar

Janina Phurabe Kobe

Sandhya Mukhopadhyayhuatong
pbeginhuatong
Paroles
Enregistrements
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

পদধ্বনি শুনে তার আমি বারে বারে

পদধ্বনি শুনে তার আমি বারে বারে

ছুটে যাই দ্বারে

ভুল ভেঙ্গে যায়

আমারে কাঁদায়ে শুধু খেলা করে হায়

ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

আকাশে উঠেছে ঝড়

কান পেতে শুনি তার ভাষা

তবে কি বেঁধেছি আমি...

বালুচরে বাসা

বালুচরে বাসা

আকাশে উঠেছে ঝড়

কান পেতে শুনি তার ভাষা

তবে কি বেঁধেছি আমি...

বালুচরে বাসা

বালুচরে বাসা

দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে

দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে

তবু তার পানে চেয়ে থাকি হায়

সহিতে পারি না তার এই নিভে যাওয়া

ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া

Davantage de Sandhya Mukhopadhyay

Voir toutlogo

Vous Pourriez Aimer