menu-iconlogo
huatong
huatong
avatar

Elo Elo Boishak Elo by sd rubel

Sanjoy Kumar Dashuatong
🦋KumarSanjoy-🌻🇫u200b🎶🇸u200bhuatong
Paroles
Enregistrements
এলো এলো বৈশাখ এলো

শিল্পী এস ডি রুবেল।

এলো এলো বৈশাখ এলো

এলো নতুন দিন,

পুরনো হলো যে মলিন।

এলো এলো বৈশাখ এলো

এলো নতুন দিন,

পুরনো হলো যে মলিন।

মন আজ হারাতে চায়

বাংলার বৈশাখী মেলায়।

মন আজ ভাসতে চায়

বাউলা সুরেরি ভেলায়,

সুরে সুরে মন তাই গায়।

সুরে সুরে মন তাই গায়।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

Sanjoy Kumar Das

Fearless Singers Family

বর্ষবরন চলছে যে আজ

হাটে মাঠে ঘাটেতে।

সেজেছে সাঝ,বাঙালী আজ,

চিরনতুন রুপেতে।

বর্ষবরন চলছে যে আজ

হাটে মাঠে ঘাটেতে।

সেজেছে সাঝ,বাঙালী আজ,

চিরনতুন রুপেতে।

দুচোখ জুড়িয়ে যায়,

বাংলার রুপেরি মেলায়।

হৃদয় হারিয়ে যায়

বাংলার রুপেরি মায়ায়

বাউল মন তাই নাচে গায়

বাউল মন তাই নাচে গায়।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

Sanjoy Kumar Das

Fearless Singers Family

নতুন দিনের নতুন গানে

চলো আজ মেতে থাকি,

ভুল গুলো সব ঝেড়ে ফেলে

নতুন করে স্বপ্ন আঁকি।

নতুন দিনের নতুন গানে

চলো আজ মেতে থাকি,

ভুল গুলো সব ঝেড়ে ফেলে

নতুন করে স্বপ্ন আঁকি।

চলো আজ দুঃখ ভুলে যাই

মনটা রঙেতে রাঙাই।

বাংলা ঢোলেরি তালে

বৈশাখের গান গাই।

লোকজ সুরে সুর মেলাই

লোকজ সুরে সুর মেলাই

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

এলো এলো বৈশাখ এলো

এলো নতুন দিন,

পুরনো হলো যে মলিন।

মন আজ হারাতে চায়

বাংলার বৈশাখী মেলায়।

মন আজ ভাসতে চায়

বাউলা সুরেরি ভেলায়,

সুরে সুরে মন তাই গায়।

সুরে সুরে মন তাই গায়।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

এলো এলো এলো বৈশাখ এলো

রঙে রঙে রঙিন মেলায় চলো।

Sanjoy Kumar Das

Fearless Singers Family

Davantage de Sanjoy Kumar Das

Voir toutlogo

Vous Pourriez Aimer