menu-iconlogo
huatong
huatong
santam--cover-image

নামটি লিখো, মনের মন্দিরে

Santamhuatong
SANTAM✨huatong
Paroles
Enregistrements
নামটি লিখো তোমার মনের মন্দিরে (SANTAM)

SINGER-1: ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার

নামটি লিখো তোমার মনের মন্দিরে

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার

নামটি লিখো তোমার মনের মন্দিরে

SINGER-2: আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার

নামটি লিখো তোমার মনের মন্দিরে

MUSIC

MUSIC

SINGER-1: ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার

মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে

মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার

হাতের রাখী তোমার কনক-কঙ্কণে

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার

নামটি লিখো তোমার মনের মন্দিরে

MUSIC

MUSIC

SINGER-2: আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে

আমার স্মরণ শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো

তোমার ললাটচন্দনে

SINGER-1: ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার

নামটি লিখো তোমার মনের মন্দিরে

SINGER-2: আমার মনের মোহের মাধুরী মাখিয়া

রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে

আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো

তোমার অতুল গৌরবে

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে

Thank You (SANTAM)

Davantage de Santam

Voir toutlogo

Vous Pourriez Aimer