menu-iconlogo
huatong
huatong
avatar

জানে জিগার - মিলন

Sathi Khanhuatong
Danger-zonehuatong
Paroles
Enregistrements
গানঃ জানে জিগার

শিল্পীঃ মিলন

আপলোডঃ AR.Rumi+Imu

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ} এই মনটাকে লিখে দিলাম, তোরই নামেতে।

তুই কি আসবি বলনা রে, প্রেমের টানে।

মেয়েঃ} এই মনটাকে লিখে দিলাম, তোরই নামেতে..।

তুই কি আসবি বলনা রে, প্রেমের টানে।

ভালোবাসার মাতাল হাওয়া, বইছে যে আমার প্রানে।

তোর ছোঁয়াতে যেনো যাই, সবকিছু আমি ভুলে।

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

ছেলেঃ} ও..তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

ছেলেঃ} পৃথিবীর সবটুকু সুখ, দেবো যে আমি তোকে।

সব বাধা পেড়িয়ে, যদি তুই আসিস ছুটে।

মেয়েঃ} ও- পৃথিবীর সবটুকু সুখ,দেবো যে আমি তোকে।

সব বাধা পেড়িয়ে, যদি তুই আসিস ছুটে।

ছেলেঃ} ও-বড়ই নাজেহাল এই দিল, তোর ভালোবাসাতে।

বাচি কি করে বলনা তোকে ছাড়া..।

মেয়েঃ} তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

ছেলেঃ} ও..তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

মেয়েঃ} ও-স্বর্গ চাইনা আমি, যদি তোকে আমি পাই।

তোর চেয়ে প্রিয় যেনো, এই ধারায় কেহ নাই।

ছেলেঃ} স্বর্গ চাইনা আমি, যদি তোকে আমি পাই।

তোর চেয়ে প্রিয় যেনো, এই ধারায় কেহ নাই।

ও-হৃদয় উজাড় করে, তোকে ভালোবাসতে চাই।

একটু ছুঁয়ে দিলে, হারাবো দূল নীলিমায়।

মেয়েঃ} তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

ছেলেঃ} ও..তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

তুই যে জানে জিগার, ঐ খোদাই জানে।

Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻❤

ID ---13372553409

Davantage de Sathi Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer