menu-iconlogo
huatong
huatong
avatar

Bonde Maya Lagaiche

Shah Abdul Karimhuatong
purplelady0120huatong
Paroles
Enregistrements
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বসে ভাবি নিরালায়

আগেতো জানিনা বন্দের পিরিতির জ্বালা

বসে ভাবি নিরালায়

আগেতো জানিনা বন্দের পিরিতির জ্বালা

ইটের বাটায়

কয়লা দিয়া আগুন জালাইছে

হায় গো ইটের বাটায়

কয়লা দিয়া আগুন জালাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি বলিবো আর বিচ্ছেদের আগুনে

পুরে কলিজা আঙ্গার

কি বলিবো আর বিচ্ছেদের আগুনে

পুরে কলিজা আঙ্গা্র

প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে

হায়গো প্রাণ বন্ধের পিরিতে

আমায় পাগল করেছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

পাগল আব্দুল করিম গায়

ভুলিতে পারিনা আমার মনে যারে চায়

পাগল আব্দুল করিম গায়

ভুলিতে পারিনা আমার মনে যারে চায়

কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে

হায়গো কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

Davantage de Shah Abdul Karim

Voir toutlogo

Vous Pourriez Aimer

Bonde Maya Lagaiche par Shah Abdul Karim - Paroles et Couvertures