menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah--cover-image

একবার যেতে দে না

Shahnaz Rahmatullahhuatong
razdar1090huatong
Paroles
Enregistrements
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে।

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে।

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়।।

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়।।

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

ফসল ভরা স্বপ্নঘেরা

পথ হারানো ক্ষেতে

মৌ মৌ মৌ গন্ধে যেথায়

বাতাস থাকে মেতে।

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়।।

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়।।

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

Davantage de Shahnaz Rahmatullah

Voir toutlogo

Vous Pourriez Aimer