menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-je-chilo-drishtir-shimanay-cover-image

Je Chilo Drishtir Shimanay

Shahnaz Rahmatullahhuatong
osmonhamhuatong
Paroles
Enregistrements
যে ছিল দৃষ্টির সীমানায়

যে ছিল হৃদয়ের আন্ঙিনায়

সে হারাল কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনী

তার চোখে চেয়ে শপ্ন আঁকিনি

যে ছিল দৃষ্টির সীমানায়

যে ছিল হৃদয়ের আন্ঙিনায়

সে হারাল কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনী

তার চোখে চেয়ে শপ্ন আঁকিনি

Interlude............

যতখানি সুখ দিয়েছিল

তার বেশি ব্যাথা দিয়ে গেল

সৃম্তি তাই আমারে কাঁদায়...

Interlude..............

যতখানি সুখ দিয়েছিল

তার বেশি ব্যাথা দিয়ে গেল

সৃম্তি তাই আমারে কাঁদায়

সে হারাল কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনী

তার চোখে চেয়ে শপ্ন আঁকিনি

যতটুকু ভূল হয়েছিল

তার বেশী ভূল বুঝেছিল

কি যে চাই বলেনি আমায়

Interlude..............

যতটুকু ভূল হয়েছিল

তার বেশী ভূল বুঝেছিল

কি যে চাই বলেনি আমায়

সে হারাল কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনী

তার চোখে চেয়ে শপ্ন আঁকিনি

যে ছিল দৃষ্টির সীমানায়

যে ছিল হৃদয়ের আন্ঙিনায়

সে হারাল কোথায় কোন দূর অজানায়

সেই চেনা মুখ কতদিন দেখিনী

তার চোখে চেয়ে শপ্ন আঁকিনি

Davantage de Shahnaz Rahmatullah

Voir toutlogo

Vous Pourriez Aimer