ছেলেঃ তোমারি অন্তরে আমারি বাড়িঘর
দিয়াছে বান্দিয়া প্রেমেরি কারিগর
যদি না দেখি তোমারে..
আমার পরান.....
আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
মেয়েঃ তোমারি অন্তরে আমারি বাড়িঘর
দিয়াছে বান্দিয়া প্রেমেরি কারিগর
যদি না দেখি তোমারে..
আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
ও আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
ছেলেঃ সবুজও পাতাতে হাওয়া দিলে তোল
উঠেরে উঠে নাচিয়া
করিলা দিওয়ানা করিলা পাগল
আছি তোমারি প্রেমে বাঁচিয়া..
মেয়েঃ এই দেহে তুমি গো প্রানেরই চাদর
রাখো না সে কথা শুনিয়া
তোমারি বিহনে আমি যে পাথর
তুমিতো আমারি দুনিয়া
ছেলেঃ যদি না দেখি তোমারে..
আমার পরান....
মেয়েঃ আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
ছেলেঃ ও আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
ছেলেঃ বিজলী চমকায় কাপে আসমান
নদী জেগে ওঠে তুফানে
যখনই দেখি আমি তোমারে ও জান
তখনই কিযে হয় এ প্রানে
মেয়েঃ ডাকেরে কোকিলা ফোটে গাছের ফুল
রঙ্গিলা রঙ্গিলা ফাগুনে
আমিও দিবানিশি হয়েছি আকুল
জ্বলি তোমারি প্রেমেও আগুনে
ছেলেঃ যদি না দেখি তোমারে
আমার পরান.....
মেয়েঃ আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
ছেলেঃ আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
মেয়েঃ তোমারি অন্তরে আমারি বাড়িঘর
ছেলেঃ দিয়াছে বান্দিয়া প্রেমেরি কারিগর
মেয়েঃ যদি না দেখি তোমারে..হায়
ছেলেঃ আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া
মেয়েঃ আমার পরান যায় জ্বলিয়া রে
আমার পরান যায় জ্বলিয়া