menu-iconlogo
huatong
huatong
shakila-zafar--cover-image

বন্ধু তুমি আমার

Shakila Zafarhuatong
ostixhuatong
Paroles
Enregistrements
আসুন সবাই মিলে মিসে গান করি

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

আসুন সবাবাই মিলে মিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

হাজার বছর তোমার আশায়

পথ চেয়ে ছিলাম

তোমায় আমি প্রাণের চেয়েও

আপন করে নিলাম

হাজার বছর তোমার আশায়

পথ চেয়ে ছিলাম

তোমায় আমি প্রাণের চেয়েও

আপন করে নিলাম

জীবন তুমি আমার

মরন তুমি আমার

ভাবিনি তোমায় আমি

এতো কাছে পাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

আসুন সবাবাই মিলে মিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

তোমার বুকে মাথা রেখে

মরন যেন আসে

ইহ কালে,পর কালে

রবো তোমার পাশে

তোমার বুকে মাথা রেখে

মরন যেন আসে

ইহ কালে,পর কালে

রবো তোমার পাশে

তুমি আমার আশা

আমার ভালোবাসা

ভালোবাসার এই গান

চিরদিনিই গাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

সমাপ্ত

Davantage de Shakila Zafar

Voir toutlogo

Vous Pourriez Aimer