menu-iconlogo
huatong
huatong
avatar

Ote Ontor To Te Tumi(অ তে অন্তর)-Badal♫RBF | Shakila Zafor

Shakila Zaforhuatong
Badal♫🅁🄱🄵🦋huatong
Paroles
Enregistrements
অ তে অন্তর, ত তে তুমি

অন্তর মাঝে সারাক্ষণ বাজে

তোমার গানের স্বরলিপি

অ...তে অন্তর, ত তে তুমি

অন্তর মাঝে সারাক্ষণ বাজে

তোমার গানের স্বরলিপি

অ...অ তে অন্তর, ত তে তুমি।

Badal-RBF

তুমি আছো বলে তাই জীবনে আছে সুর ছন্দ...

তোমাতে ভালোবাসা, তোমাতেই ব্যাদনা আনন্দ

তুমি আছো বলে তাই জীবনে আছে সুর ছন্দ...

তোমাতে ভালোবাসা, তোমাতেই ব্যাদনা আনন্দ

অন্তর সাজিয়ে স্বপ্নের রং দিয়ে তোমার ছবি আমি আঁকি

অ... অ তে অন্তর, ত তে তুমি।

Badal-RBF

তোমারই আলাপনে কেটে যায় আলো ছায়া লগ্ন...

বরষা বসন্তে তোমাতেই থাকি আমি মগ্ন

তোমারই আলাপনে কেটে যায় আলো ছায়া লগ্ন...

বরষা বসন্তে তোমাতেই থাকি আমি মগ্ন

অন্তর জ্বলে অনুরাগ আলো দিয়ে

তোমার প্রদীপ আমি জ্বালি

অ...তে অন্তর, ত তে তুমি

অন্তর মাঝে সারাক্ষণ বাজে

তোমার গানের স্বরলিপি

অ...তে অন্তর, ত তে তুমি।

Thanks

Badal-RBF

Davantage de Shakila Zafor

Voir toutlogo

Vous Pourriez Aimer