menu-iconlogo
huatong
huatong
shironamhin-bangladesh-cover-image

Bangladesh

Shironamhinhuatong
BAPPY666🎧SMB🎸huatong
Paroles
Enregistrements
যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম

যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম

যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ

সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল

মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল

যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল

যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে

অবিরাম ঝড়ে সবুজ সাজায় ...

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল

মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত

আমায় ভাবিয়ে যায়

যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ

সবুজ ছুঁয়ে ভাবায় আমায়

একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু'চোখ যেখানে শেষ

এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল

আমার বাংলাদেশ ...

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত

আমায় ভাবিয়ে যায়

যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ

সবুজ ছুঁয়ে ভাবায় আমায়

একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু'চোখ যেখানে শেষ

এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল

আমার বাংলাদেশ ...

Davantage de Shironamhin

Voir toutlogo

Vous Pourriez Aimer