menu-iconlogo
huatong
huatong
avatar

Eganer projapoti pakhay

Shivadrita Bhattacharyyahuatong
Shivadrita03huatong
Paroles
Enregistrements
এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

এ গানে রামধনু তার

সাতটি রঙের দোল ঝড়ায়

এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

এ গানে রামধনু তার

সাতটি রঙের দোল ঝড়ায়

এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

সীমানা ছাড়িয়ে যাই যে‌ হারিয়ে

সীমানা ছাড়িয়ে যাই যে‌ হারিয়ে

গানে আমার কে যে দিল সুর

গানে আমার কে যে দিল সুর

সেই তো জানিনা

সে তো‌‌ জানিনা

এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

এ গানে রামধনু তার

সাতটি রঙের দল ঝড়াই

এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

আমার এ গান সুনীল সাগর‌ কূলে

মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে

লালালা

আমার এ গান সুনীল সাগর‌ কূলে

মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে

লালালা

সে কার বাঁশিতে

চায় যে হাসিতে

সে কার বাঁশিতে

চায় যে হাসিতে

কাছে আমার আসে কেনো দূর

কাছে আমার আসে কেনো দূর

সে তো জানি না সে তো জানিনা

এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

এ গানে রামধনু তার

সাতটি রঙের দোল ঝড়ায়

এ গানে প্রজাপতি পাখায়

পাখায় রং ছড়ায়

Davantage de Shivadrita Bhattacharyya

Voir toutlogo

Vous Pourriez Aimer