menu-iconlogo
huatong
huatong
avatar

Ekta Chithi Dilam Bondhur Kache

Shohaghuatong
divinetlhuatong
Paroles
Enregistrements
দয়া করে কপি করবেন না।

একটা চিঠি দিলাম বন্ধুর কাছে

ভালোবাসার খামে ভরে

একটা চিঠি দিলাম বন্ধুর কাছে

ভালোবাসার খামে ভরে

আজ ও চিঠির উত্তর পাইলাম না রে,,

আজ ও চিঠির উত্তর পাইলাম না।

একটা চিঠি দিলাম বন্ধুর কাছে

ভালোবাসার খামে ভরে

আজ ও চিঠির উত্তর পাইলাম না রে,,

আজ ও চিঠির উত্তর পাইলাম না।

নতুন নতুন মিউজিক পেতে সাথেই থাকুন।

লাইক দিতে ভুলবেন না

ফলো মি

কিবা দোষে ভুইলা রইলা

গিয়া দুরো দেশে,,

তোমার লাগি জিবন বাজি

লিখবা সকাল সাজে,,

কিবা দোষে ভুইলা রইলা

গিয়া দুরো দেশে,,

তোমার লাগি জিবন বাজি

লিখবা সকাল সাজে।

একটা চিঠি দিলাম বন্ধুর কাছে

ভালোবাসার খামে ভরে

আজ ও চিঠির উত্তর পাইলাম না রে,,

আজ ও চিঠির উত্তর পাইলাম না।

স্মুলের পরিবেশ রক্ষা করা

আমার আপনার একান্ত দায়িত্ব।

আদর কইরা লিখলাম চিঠি

তোমায় ভালোবাসি,,

নাওগো বন্ধু আমায় তুমি

একটু কাছাকাছি,,

আদর কইরা লিখলাম চিঠি

তোমায় ভালোবাসি,,

নাওগো বন্ধু আমায় তুমি

একটু কাছাকাছি।

একটা চিঠি দিলাম বন্ধুর কাছে

ভালোবাসার খামে ভরে

একটা চিঠি দিলাম বন্ধুর কাছে

ভালোবাসার খামে ভরে

আজ ও চিঠির উত্তর পাইলাম না রে,,

আজ ও চিঠির উত্তর পাইলাম না।

আজ ও চিঠির উত্তর পাইলাম না রে,,

আজ ও চিঠির উত্তর পাইলাম না।

ধন্যবাদ

Davantage de Shohag

Voir toutlogo

Vous Pourriez Aimer

Ekta Chithi Dilam Bondhur Kache par Shohag - Paroles et Couvertures