menu-iconlogo
huatong
huatong
avatar

Kaindo Na Go Amar Moyna

Shohaghuatong
preti_starhuatong
Paroles
Enregistrements
কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

নদীর ধারে বাড়ি রে তোর, সময় করে আসিস

সারাজীবন তুই যেন আমায় ভালোবাসিস

নদীর ধারে বাড়ি রে তোর, সময় করে আসিস

সারাজীবন তুই যেন আমায় ভালোবাসিস

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

কত কথা বলার ছিল, সময় তো পাইলাম না

এই সময়ে আমায় রে তুই একবারও ভাবলি না

কত কথা বলার ছিল, সময় তো পাইলাম না

এই সময়ে আমায় রে তুই একবারও ভাবলি না

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা

তোরই জন্য আনবো কিনে লাল শাড়ি আর গয়না

Davantage de Shohag

Voir toutlogo

Vous Pourriez Aimer

Kaindo Na Go Amar Moyna par Shohag - Paroles et Couvertures