menu-iconlogo
huatong
huatong
avatar

Lal shari

Shohaghuatong
sirserveshuatong
Paroles
Enregistrements
লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়...

চান্দের মত মুখটি যখন

ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা

জড়াইতো এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে (x2)

তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে (x2)

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া

শেষ দেখাও দিলা না আমারে

ফিরা আইসা দেখবা তুমি

চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে (x2)

তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে (x2)

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়...

Davantage de Shohag

Voir toutlogo

Vous Pourriez Aimer

Lal shari par Shohag - Paroles et Couvertures