menu-iconlogo
huatong
huatong
avatar

Sada Kafon Amar Apon

Shorif Uddinhuatong
barbaramoodyhuatong
Paroles
Enregistrements
সাদা কাফন আমার আপন

সাদা কাফন আমার আপন

যেদিন লেগে যায়.............

সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।

সাদা কাফন আমার আপন

যেদিন লেগে যায়.............

সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।

বড়ই পাতার, গরম পানি দিয়া

গোসল দিও ভাই......

আতর গোলাপ দিয়া পরে, সুরমা দিও ভাই।

বড়ই পাতার, গরম পানি দিয়া

গোসল দিও ভাই........

আতর গোলাপ দিয়া পরে, সুরমা দিও ভাই।

সাদা কাফন আমার আপন

যেদিন লেগে যায়.............

সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।

বুক ভাসাইয়া কাঁদবি সবে,

বিদায় দিয়া ভাই......

কাঁদবে কত আপন পরে, সঙ্গের সাথী নাই!

বুক ভাসাইয়া কাঁদবি সবে,

বিদায় দিয়া ভাই......

কাঁদবে কত বন্ধু বান্ধব, সঙ্গের সাথী নাই!

সাদা কাফন আমার আপন

যেদিন লেগে যায়.............

সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।

দাবী দাওয়া সব ছাড়াইয়া ওরে

বিদায় দিও ভাই...........

আপন বলতে এই জগতে আমার কেহ নাই!

দাবী দাওয়া সব ছাড়াইয়া ওরে

বিদায় দিও ভাই...........

আপন বলতে এই জগতে আমার কেহ নাই!

সাদা কাফন আমার আপন

যেদিন লেগে যায়.............

সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।

জাযাকাল্লাহ

Davantage de Shorif Uddin

Voir toutlogo

Vous Pourriez Aimer