Accueil
Recueil de Chansons
Blog
Télécharger des Morceaux
Recharger
TÉLÉCH. L'APPLI
BEHULA - বেহুলা
BEHULA - বেহুলা
Shunno
Henry_Bins🎹вᴅ➐➊🇧🇩
Chanter
Paroles
Enregistrements
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে।
ও বেহুলা ..
মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে।
ও বেহুলা ..
মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
Shunno
Henry_Bins🎹вᴅ➐➊🇧🇩
Chanter
Paroles
Enregistrements
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে।
ও বেহুলা ..
মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে।
ও বেহুলা ..
মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
Davantage de Shunno
Voir tout
Bedona
Points
Shunno
1K enregistrements
Chanter
O behula
Shunno
776 enregistrements
Chanter
BEHULA
Points
Shunno
693 enregistrements
Chanter
Godhulir Oparee
Points
Shunno
310 enregistrements
Chanter
Khacher Bhitor Ochin Pakhi
Shunno
570 enregistrements
Chanter
Vous Pourriez Aimer
Sélections Bengalies
Chanter