menu-iconlogo
logo

Kotha Kichu Kichu

logo
Paroles
মেয়ে: কথা কিছু কিছু

বুঝে নিতে হয়

সেতো মুখে বলা যায় না

সেতো মুখে বলা যায় না

ছেলে: কথা কিছু কিছু

বুঝে নিতে হয়

সেতো মুখে বলা যায় না

সেতো মুখে বলা যায় না

মেয়ে: চোখের কথা মনের কথা

চোখই মনের আয়না

মেয়ে ছেলে : কথা কিছু কিছু

বুঝে নিতে হয় সেতো

মুখে বলা যায় না

সেতো মুখে বলা যায় না

ছেলে: মন আছে যার মনের কথা

সে শুধু নেয় বুঝে

মেয়ে: মুক্ত সেতে মিলে ওগো

অনেক ঝিনুক খুঁজে

ছেলে: বুঝলে ভালো না বুঝলে

বাড়ে বুকের জ্বালা

মেয়ে: কুঁড়ি থেকে হয় যে গো ফুল

ফুলে থেকে মালা

ছেলে: সহজে ভালোবাসা কেও পায় না

মেয়ে ছেলে: কথা কিছু কিছু

বুঝে নিতে হয়

সেতো মুখে বলা যায় না

সেতো মুখে বলা যায় না

মেয়ে: ফুল ছাড়া আর কে বা বুঝে

ভ্রমরেরই ভাষা

ছেলে: মধু খেতে ভ্রমরের যে

ফুলের কাছে আসা

বুঝনি কি এখনো গো

দিলাম এ মন কারে

মেয়ে: সাগর কাছে এসে

নদী ফিরতে কি আর পারে

ছেলে: মন ছাঁড়া মন কিছু চায় না

মেয়ে: কথা কিছু কিছু

বুঝে নিতে হয়

সেতো মুখে বলা যায় না

সেতো মুখে বলা যায় না

ছেলে: চোখের কথা মনের কথা

চোখই মনের আয়না

মেয়ে ছেলে : কথা কিছু কিছু

বুঝে নিতে হয় সেতো

মুখে বলা যায় না

সেতো মুখে বলা যায় না

Kotha Kichu Kichu par Shyamal Mitra/Arati Mukherjee - Paroles et Couvertures