menu-iconlogo
logo

Chena Chena lage tobu ochena

logo
Paroles
চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাসো যদি কাছে এসো না

চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাস যদি কাছে এসো না

আ আ আ…

আ আ আ…

এলো মেলো পথ চলা

মনে মনে কথা বলা

এলো মেলো পথ চলা

মনে মনে কথা বলা

আকাশ ভরা স্বপন ঝরা

আকাশ ভরা স্বপন ঝরা

আকুল করা বেদনা

ভালোবাসো যদি কাছে এসো না

চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাসো যদি কাছে এসো না

তুমি আমি যেন নদী

চলে যাব নিরবধি

তুমি আমি যেন নদী

চলে যাব নিরবধি

অজানা বেশে যেখানে এসে

অজানা বেশে যেখানে এসে

আধারে মেশে জোছনা

ভালোবাসো যদি কাছে এসো না

চেনা চেনা লাগে তবু অচেনা

ভালোবাসো যদি কাছে এসো না