menu-iconlogo
huatong
huatong
avatar

জিবনে ভালোবেসে করেছি ভুল

SI Tutulhuatong
jsaispas1huatong
Paroles
Enregistrements
করেছি ভূল আমি,

প্রথম দেখায় ভালোবেসে

কণ্ঠশিল্পী:এস আই টুটুল

ও...ও...ও. হো.. হো..হো

ও. হো..হো.ও..ও....

ও. হো..ও. হো..ও.হো.ও

জীবনে ভালবেসে করেছি ভূল

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

ও,জীবনে ভালবেসে করেছি ভূল

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

সেই ভুলেরি.. কারনে আমি

সেই ভুলেরি.. কারনে আমি

দিয়েছি হাজারও মাশুল....

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল..

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

কত ভাল ছিল একাকি সেই মন

কেন জাগালে প্রেম হৃদয়ে তখন

ও..দেখে আজ ই এই সুন্দর আয়োজন

বুকটা ভেঙ্গে চুড়ে হয় রক্ত ক্ষরণ

না চিনে ঐ′রূপ, দিয়েছি প্রেমে ডুব

না চিনে ঐ′রূপ, দিয়েছি প্রেমে ডুব

এখন হারিয়েছি দুকূল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

ও...ও...ও. হো.. হো...

ও.ও. হো..হো..হো..হো..

আকাশের কান্না বৃষ্টি হয়ে পড়ে

হৃদয়ের কান্না নিরবে ঝড়ে

হো কারো কাছে প্রেম পুতুলের খেলনা

আমি বলি প্রেম স্বর্গেরী ঠিকানা

ভাবিনি কখনো.. আমার এ প্রেম সে

ভাবিনি কখনো.. আমার এ প্রেম সে

বানাবে খেলারি পুতুল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল..

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

সেই ভুলেরি.. কারনে আমি

সেই ভুলেরি.. কারনে আমি

দিয়েছি হাজারো মাশুল....

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল..

Davantage de SI Tutul

Voir toutlogo

Vous Pourriez Aimer

জিবনে ভালোবেসে করেছি ভুল par SI Tutul - Paroles et Couvertures