menu-iconlogo
huatong
huatong
avatar

টুকরো টুকরো করে দেখ

SI Tutulhuatong
red_wolf12001huatong
Paroles
Enregistrements
টুকরো টুকরো করে দেখ আমার এই অন্তর

পলকে পলকে তুমি অন্তরের ভেতর

হা টুকরো টুকরো করে দেখ আমার এই অন্তর

পলকে পলকে তুমি অন্তরের ভেতর

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

হে টুকরো টুকরো করে দেখ আমার এই অন্তর

পলকে পলকে তুমি অন্তরের ভেতর

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

ঝড়ের মত আসবো ছোটে

দেখতে তোমার মূখ

তুমি চাইলে দুঃখ হবো

হবো তোমার সুঃখ

পাওয়ার মত চাই যে পেতে অল্প করে নয়

দেব একটু একটু করে তোমাকে হ্রদয়

তুমি যেনো সাজানো পুতুল

আরে জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

তোমার জন্য আমার জীবন

ধরবো আমি বাজী

তুমি চাইলে যখন তখন

মরতে আমি রাজী

হায় এক নয় দুই জনম নয়

শত জনম পরে

তোমায় পেলে থাকবো আবার

তোমার মনের ঘরে

আমি ঢেউ তুমি আমার কূল

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল

বলো বলো বলো শুধু বলোনা কবুল

ধন্যবাদ সবাইকে

Davantage de SI Tutul

Voir toutlogo

Vous Pourriez Aimer