menu-iconlogo
huatong
huatong
avatar

EKBAR NACHO MAA

SMA's Music Library..huatong
ranafaisalhuatong
Paroles
Enregistrements
(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে

তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে

একবার নাচো মা, একবার নাচো মা

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

খুলে ফেলে মুন্ডমালা পর দেখি মা বনমালা

খুলে ফেলে মুন্ডমালা পর দেখি মা বনমালা

(একবার) অসি ছেড়ে ধর দেখি মুরলী অধরে

(একবার) অসি ছেড়ে ধর দেখি মুরলী অধরে

একবার নাচো মা, একবার নাচো মা

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

সবুজ মনের শ্যামা বরন.....

কালী কীর্তন...

আভরণ নর করো, খুলে পীতধরা পর

আভরণ নর করো, খুলে পীতধরা পর

বাজুক চরণে নুপুর রুনুঝুনু স্বরে

একবার বাজুক চরণে নুপুর রুনুঝুনু স্বরে

একবার নাচো মা, একবার নাচো মা

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী.....

নন্দরানীর নীলমণি হয়ে খাও মা সরলবনী

নন্দরানীর নীলমণি হয়ে খাও মা সরলবনী

একবার মা মা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে

একবার মা মা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে

একবার নাচো মা, একবার নাচো মা

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে

তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে

একবার নাচো মা, একবার নাচো মা

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে

একবার নাচো মা, একবার নাচো মা।

Davantage de SMA's Music Library..

Voir toutlogo

Vous Pourriez Aimer