menu-iconlogo
huatong
huatong
sohag-o-poran-bondhuya-cover-image

O Poran Bondhuya

sohaghuatong
casblanca2huatong
Paroles
Enregistrements
তোর লাগি পরান আমার একা একা কান্দে

কোথায় যেন সে লুকিয়ে আছে গহিন বনে...

ও পরান বন্ধুয়া...

ও পরান বন্ধুয়া

ও পরান বন্ধুয়া আমায় ভুইলোনা

কাছে থাকো না দূরে যাইও না

ও পরান বন্ধুয়া আমায় ভুইলোনা

কাছে থাকো না দূরে যাইও না

লাল চুড়ি হাতে নূপুরও পরে

নেবো যে তোরে আলতা রাঙ্গা পায়ে

তোর লাগি পরান আমার একা একা কান্দে

কোথায় যেন সে লুকিয়ে আছে গহিন বনে...

ও পরান বন্ধুয়া আমায় ভুইলোনা

কাছে থাকো না দূরে যাইও না......

রেশমি চুলের খোপায় আমি

গোলাপ গেথে দিতাম

চান্দের আলোয় নিভে যেত

তোমার হাসির ছায়ায়

যাইও না বন্ধুয়া...

পরানের বন্ধুয়া

যাইও না বন্ধুয়া...

পরানের বন্ধুয়া

তোর লাগি পরান আমার একা একা কান্দে

কোথায় যেন সে লুকিয়ে আছে গহিন বনে...

লাল চুড়ি হাতে নূপুরও পরে

নেবো যে তোরে আলতা রাঙ্গা পায়ে

ও পরান বন্ধুয়া আমায় ভুইলোনা

কাছে থাকো না দূরে যাইও না......

নদীর ধারে তুমি যখন আসতে এলো চুলে

তোমার আচল ছুয়ে যায় যখন আমার মন আকাশে

যাইও না বন্ধুয়া...

পরানের বন্ধুয়া

যাইও না বন্ধুয়া...

পরানের বন্ধুয়া

তোর লাগি পরান আমার একা একা কান্দে

কোথায় যেন সে লুকিয়ে আছে গহিন বনে...

ও পরান বন্ধুয়া আমায় ভুইলোনা

কাছে থাকো না দূরে যাইও না......

লাল চুড়ি হাতে নূপুরও পরে

নেবো যে তোরে আলতা রাঙ্গা পায়ে

তোর লাগি পরান আমার একা একা কান্দে

কোথায় যেন সে লুকিয়ে আছে গহিন বনে...

লাল চুড়ি হাতে নূপুরও পরে

নেবো যে তোরে আলতা রাঙ্গা পায়ে

ও পরান বন্ধুয়া আমায় ভুইলোনা

কাছে থাকো না দূরে যাইও না......

Davantage de sohag

Voir toutlogo

Vous Pourriez Aimer