menu-iconlogo
huatong
huatong
avatar

KR_Onno Groher Chand

Sohan Alihuatong
_ᴀηтσя_huatong
Paroles
Enregistrements
তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্দুরে চোখ

আমি কী আর দেবো বলো? তোমার শুধুই ভালো হোক

তোমার ভোলা-ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়

তুমি চলতি train-এর হাওয়া আমি কাঁপি থর থর

তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়?

আমি কী একঘোরে থাকি? ছিল কত কথা বাকি

তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়

আমি ভোরের ঝড়া পাতা আমার মরার কীসের ভয়?

তোমার নরম কাতর হাত, আমার দিনের মত রাত

তুমি ঝিনুক কোরাও যদি আমি হবো শান্ত নদী

আমার আসার সময় হলে, তুমি হাত ফুচকে গেলে

তোমার যাওয়ার পায় তারা, আমি হই যে দিশেহারা

তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ

তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা

তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়

আমি ভোরের ঝড়া পাতা আমার মরার কীসের ভয়?

তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ

তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা

তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়

আমি ভোরের ঝড়া পাতা আমার মরার কীসের ভয়?

Davantage de Sohan Ali

Voir toutlogo

Vous Pourriez Aimer