menu-iconlogo
huatong
huatong
somlata-acharyya-chowdhury-valo-achi-valo-theko-cover-image

Valo Achi Valo Theko

Somlata Acharyya Chowdhuryhuatong
pzooiehuatong
Paroles
Enregistrements
ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

এইই এ এইই এএএএএ...

ঢেকে রাখে যেমন কুসুম,

পাপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম,

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা...

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

পুষে রাখে যেমন ঝিনুক,

খোলসের আবরনে মুক্তর সুখ

পুষে রাখে যেমন ঝিনুক,

খোলসের আবরনে মুক্তর সুখ

তেমনি তোমার গভীর ছোঁয়া

তেমনি তোমার গভীর ছোঁয়া

ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

এইই এ এইই এএএএএ ই এএ

আআআআআআআ

ভাল আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ভাল আছি, ভালো থেকো,

আকাশের ঠিকানায় চিঠি লিখো

দিও তোমার মালাখানি,

দিও তোমার মালাখানি,

বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি...

Davantage de Somlata Acharyya Chowdhury

Voir toutlogo

Vous Pourriez Aimer