menu-iconlogo
huatong
huatong
avatar

Mukhorito Jibon

Soulshuatong
murry1975huatong
Paroles
Enregistrements

সিলেটের সুর গ্রুপ

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সিলেটের সুর গ্রুপ

ঝিনুক শামুকে ভরা বালুচরে

ঢেউয়ের সাথে নেচেছি

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ঝিনুক শামুকে ভরা বালুচরে

ঢেউয়ের সাথে নেচেছি

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ওরে ছুটে যাই চল

সেই সাগর তীরে

ওরে খুঁজে নেই চল

ফেলে আসা মুক্ত হীরে

ওরে ছুটে যাই চল

সেই সাগর তীরে

ওরে খুঁজে নেই চল

ফেলে আসা মুক্ত হীরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সিলেটের সুর গ্রুপ

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আঁখিতে আবির মেখে

স্বপ্নের জাল বুনেছি।

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আঁখিতে আবির মেখে

স্বপ্নের জাল বুনেছি।

ওরে সেইতো ভালো

চোখ দুটো বুঝেছিলে

ওরে সেইতো ভালো

সবকিছু ভুলেছিলে

ওরে সেইতো ভালো

চোখ দুটো বুঝেছিলে

ওরে সেইতো ভালো

সবকিছু ভুলেছিলে

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

Davantage de Souls

Voir toutlogo

Vous Pourriez Aimer