menu-iconlogo
huatong
huatong
avatar

Ore Griho Bashi

Srabani Senhuatong
muzhirhuatong
Paroles
Enregistrements
ওরে গৃহবাসী খোল দ্বার খোল,

লাগলো যে দোল ।

স্থলে জলে বনতলে লাগলো যে দোল ।

দ্বার খোল, দ্বার খোল ।।

ওরে গৃহবাসী খোল দ্বার খোল,

লাগলো যে দোল ।

স্থলে জলে বনতলে লাগলো যে দোল ।

দ্বার খোল, দ্বার খোল ।।

ওরে গৃহবাসী

রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে ,

রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে,

রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে ,

রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে,

নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল ।

দ্বার খোল, দ্বার খোল ।।

ওরে গৃহবাসী খোল দ্বার খোল,

লাগলো যে দোল ।

স্থলে জলে বনতলে লাগলো যে দোল ।

দ্বার খোল, দ্বার খোল ।।

ওরে গৃহবাসী

বেনুবন মর্মরে দখিন বাতাসে ,

প্রজাপতি দোলে ঘাসে ঘাসে ।

বেনুবন মর্মরে দখিন বাতাসে ,

প্রজাপতি দোলে ঘাসে ঘাসে ।

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা,

পাখায় বজায় তার ভিখারির বীণা,

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা,

পাখায় বজায় তার ভিখারির বীণা,

মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল ।

দ্বার খোল, দ্বার খোল ।।

ওরে গৃহবাসী খোল দ্বার খোল,

লাগলো যে দোল ।

স্থলে জলে বনতলে লাগলো যে দোল ।

দ্বার খোল, দ্বার খোল ।।

ওরে গৃহবাসী

Davantage de Srabani Sen

Voir toutlogo

Vous Pourriez Aimer

Ore Griho Bashi par Srabani Sen - Paroles et Couvertures