Susmita uploads …
# কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে #
শিল্পী: শ্রীকান্ত আচার্য্য, সাধনা সরগম
F : হো ও ও ও ও ও ও ও ও
M :
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
কত ছন্দে সুরে বাঁধনে বেঁধেছ
এত আলো জ্বেলে দিওনা নিভায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
**************************
MUSIC
**************************
M :
চোখেরই ইশারায় দিয়েছ মন ছুঁয়ে
পরশে ঢেউ তুলে ভাবনা ভুলিয়ে
কত রঙে কত ছবি এঁকেছি দু'জনে
স্বপন সায়রে দিয়েছ ভাসায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
F :
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
কত ছন্দে সুরে বাঁধনে বেঁধেছ
এত আলো জ্বেলে দিওনা নিভায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
***********************
FAMILY ID : 652773
***********************
F:
তোমারই আলোতে নিয়েছি পথ চিনে
কেটেছে সে প্রহর কত মান অভিমানে
শিখা আজো আছে জ্বলে নেই তার আলো
ঝরেছে মুকুল গেছে সে মালা শুকায়ে
কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
M : কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
F : কত ছন্দে সুরে বাঁধনে বেঁধেছ
এত আলো জ্বেলে দিওনা নিভায়ে
F : কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে
M : কেন এত মায়ায় নিয়েছ জড়ায়ে