menu-iconlogo
huatong
huatong
avatar

Keno Dure Thako

Srikanto Acharyahuatong
happyhook1huatong
Paroles
Enregistrements
কেন দূরে থাকো শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো?

মনে হয় তবু বারে বারে

এই বুঝি এলে মোর দ্বারে

মনে হয় তবু বারে বারে

এই বুঝি এলে মোর দ্বারে

সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো

কেন দূরে থাকো

শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে

যাবে মধুকের সুরে সুরে মিলায়ে

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে

যাবে মধুকের সুরে সুরে মিলায়ে

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে

কত কথা জাগে মোর মনে

তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে

কত কথা জাগে মোর মনে

চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো

কেন দূরে থাকো

শুধু আড়াল রাখো

কে তুমি কে তুমি আমায় ডাকো

কেন দূরে থাকো

Davantage de Srikanto Acharya

Voir toutlogo

Vous Pourriez Aimer

Keno Dure Thako par Srikanto Acharya - Paroles et Couvertures