menu-iconlogo
huatong
huatong
avatar

Balo Balo Balo Sabe (Stk)

Subhadip_Stkhuatong
꧁Subhadip_Stk™huatong
Paroles
Enregistrements
Song: Balo Balo Balo Sabe (Stk)

Artist: Nupurchhanda Ghosh

Track: Subhadip

Stereo: Dainty

✨=====♪♪=====✨

বল বল বল সবে..,

শত বীণা-বেণু-রবে

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে..

ধর্মে মহান হবে, কর্মে মহান হবে...

নব দিনমনি উদিবে আবার, পুরাতন এ পুরবে..

বল বল বল সবে..,

শত বীণা-বেণু-রবে..

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে..।

✡️ Track: Subhadip

Follow: @Subhadip_stk

আজো গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিনদিক নাচিছে লহরী

আজো গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি তিনদিক নাচিছে লহরী

যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনও অমৃতবাহিনী..

প্রতি প্রান্ত প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগুনন

কহিছে গৌরব কাহিনী..

বল বল বল সবে.., শত বীণা-বেণু-রবে..

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে..।

✨ᴜᴘʟᴏᴀᴅᴇᴅ ʙʏ ᴅᴏᴅᴏ✨

♪♪♪♪♪♪♪♪♪♪

ভোলে নি ভারত ভোলে নি সেকথা,

অহিংসার বাণী উঠেছিল হেথা..

ভোলে নি ভারত ভোলে নি সেকথা,

অহিংসার বাণী উঠেছিল হেথা..

নানক নিমাই করেছিল ভাই, সকল ভারত নন্দনে..

ভুলি ধর্ম দেশ জাতি অভিমান ত্রিশ কোটি দেহ হবে এক প্রাণ

এক জাতি প্রেম বন্ধনে..

বল বল বল সবে.., শত বীণা-বেণু-রবে..

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে..।

✰sᴛᴋ ᴄᴜsᴛᴏᴍ ᴛʀᴀᴄᴋ✰

ғᴏʟʟᴏᴡ: @sᴜʙʜᴀᴅɪᴘ_sᴛᴋ

এসো হে কৃষক, কুটির নিবাসী

এসো অনার্য গিরিবনবাসী....

এসো হে কৃষক, কুটির নিবাসী

এসো অনার্য গিরিবনবাসী..

এসো হে সংসারী ,

এসো হে সন্ন্যাসী মিল হে মায়ের চরণে ..

এসো হে হিন্দু ,এসো মুসলিমান,

এসো হে পার্শী, বৌদ্ধ খ্রিষ্টিয়ান

মিল হে মায়ের চরণে..

বল বল বল সবে..,

শত বীণা-বেণু-রবে..

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে..

ধর্মে মহান হবে, কর্মে মহান হবে...

নব দিনমনি উদিবে আবার, পুরাতন এ পুরবে..

বল বল বল সবে..,

শত বীণা-বেণু-রবে..

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে..।

==== সমাপ্ত ====

✰ Consistent™ ✰

Davantage de Subhadip_Stk

Voir toutlogo

Vous Pourriez Aimer