menu-iconlogo
huatong
huatong
subir-nandi-koto-je-tomake-beshechi-bhalo-cover-image

Koto Je Tomake Beshechi bhalo

Subir Nandihuatong
nourdine_1340huatong
Paroles
Enregistrements

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম

যতো দেখি তৃষ্ণা মেটে না

যতো দেখি তৃষ্ণা মেটে না..

ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে

হাসলেই ঝরে পরে জোছনা

হাসলেই ঝরে পরে জোছনা

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি

তেমনি পারি ওগো বাঁচতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন

মেঘেরাও পেলো যেন লজ্জা

মেঘেরাও পেলো যেন লজ্জা..

আকাশের তাঁরাগুলো বাসর সাজিয়ে দিলো

মধুময় হলো ফুলসজ্জা

মধুময় হলো ফুলসজ্জা

ওগো এই রাত কভু যদি শেষ না হতো

জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

Davantage de Subir Nandi

Voir toutlogo

Vous Pourriez Aimer