menu-iconlogo
huatong
huatong
avatar

Valobashar Rong

Sumonhuatong
slainte_mhath16huatong
Paroles
Enregistrements
রাতেরও আকাশে তারার মেলায়

খুজে যাই তোমাকে প্রেমের নেশায়

স্বপ্নে বলে যাই একটি কথাই

রেখেছি হৃদয়ের মণিকোঠায়

তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে

ভালোবাসার রঙে রাঙাতে(২)

আকাশের শুকতারাটা বলছে আমায়

বাতাসে ফুলের সুবাস তুমি আছো তাই

জোনাকি জোছনায় আলো জ্বেলে

বলছে তোমার কথা আমায় চুপিস্বারে

তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে

ভালোবাসার রঙে রাঙাতে(২)

রাতেরও আকাশে তারার মেলায়

খুজে যাই তোমাকে প্রেমের নেশায়

স্বপ্নে বলে যাই একটি কথাই

রেখেছি হৃদয়ের মণিকোঠায়

তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে

ভালোবাসার রঙে রাঙাতে

তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে

ভালোবাসার রঙে রাঙাতে

ভালোবাসার রঙে রাঙাতে

ভালোবাসার রঙে রাঙাতে

Davantage de Sumon

Voir toutlogo

Vous Pourriez Aimer

Valobashar Rong par Sumon - Paroles et Couvertures